নীল খাম  
---
একটি সাদা ঘোড়ায় চড়ে
রাজপুত্র আসবে বহুদিন ভেবেছি
অথবা নীল খামে একটি সুবাস
কখনও আসেনি কেটেছে প্রহর
অনন্ত প্রতীক্ষায়
এখনও আছ রাজপুত্র আমার নয়নে,
আমার স্বপনে আকুল হৃদ- স্পন্দনে।

কল্পনার রাজপুত্র আকাশে উড়ায় ঘুড়ি
অজস্র মেঘ তার সঙ্গী হয়
মেঘেরা নেমে আসে মাটির পৃথিবীতে,
হরিৎ অরণ্য রঙ বদলায়
আমার জন্য আসেনা সাদা কোন ঘোড়া,
আসেনা রাজপুত্র কিংবা নীল খাম
আমার জন্য চিরদিন থাকে লোনা পানি
চোখ নামের সমুদ্রের অভিমানী উপহার।

আমি প্রতীক্ষায় ছিলাম কয়েকটি অক্ষরের,
কাগজের জমিন সাজবে অপরূপ
শুধুই আমার জন্য অক্ষরের কালো সাজে
আসেনি কখনও নীল খাম
শুধু হৃদয় নগর ভরে গেছে দীর্ঘশ্বাসের সম্ভারে
নীল নীল একগুচ্ছ বেদনা পেয়েছি,
নীল খাম উড়ে গেছে চৈত্রের প্রথম প্রহরে
প্রচণ্ড খরার মাঝে একটি তীব্র ঝড়ে।

আমি এখনও স্বপ্ন দেখি একটি নীল খাম,
একটি সাদা ঘোড়া আর এক ঘোড়সওয়ারী
অজানা,অচেনা এক রাজপুত্র হৃদয়ে বাস করে
অতি সংগোপনে,আমার স্বপ্নের সাথে
স্বপ্নেরা নীল হয়না তবুও নীল বিষে জীবন জলাঞ্জলি
আমি উদাস চেয়ে থাকি, পাখিদের সাথে, তারাদের সাথে,
ভেসে যায় আমার নীল খাম,আমার স্বপ্ন
সেই নীল খাম যে খামে আমার ভালবাসাগুলো
চুপচাপ বসবাস করত।
---- ৭/৭/২০১৮