নিজস্ব বলয়ে
----
আমার যা কিছু ভাল কিবা মন্দ
থাকুক না অগোচর,
আমি নিয়ত ভাসব চোখের জলে
মূল্য বিহীন অশ্রুজল আর
অকারণ অবেলায় উচ্ছসিত
হৃদয়ের আনন্দ-বেদনা,
আমি কাটাব দিন আমার আমিত্বে,
নির্জন প্রকোষ্ঠে।।
জীবনের পথ নেই যে সরল,
বার বার থেমে যাওয়া,
পিছনে শুনি দীর্ঘশ্বাস কার
পাতাদের আড়ালে শকুনের পদধ্বনি
যে পথের শুরু আছে তার আছে শেষ
শুধু কিছু প্রশ্ন থাকে,
সতত বেজে চলে অজানার সুর আমার কবিতায়।
যেভাবে থাকি , যেমন থাকি
নেই অভিযোগ যদি ভাল থাকে চারপাশ,
নীরব বীণায় ঝংকৃত হবে জীবনের সুর
ছন্দ লয় তালে হবে না কোন ছন্দপতন
ভুল করে পথ ভুলে কতজন আসে ভুল পথে,
বাঁকের আড়ালে মিলায় গন্তব্যে
আকাশে বাতাসে ভাসে বিচ্ছেদের করুণ রাগিনী,
যেতে চাওয়া অনিচ্ছায়- তবু যেতে হয়
আত্মসমর্পিত হতে হয় নিজস্ব বলয়ে।
--২১/৮/২০১৭