নিজের জন্য
--
জানো কি!
একদম কাছে যেতে নেই
কিছুটা দূরত্ব থাকা ভাল
দূরত্বে থাকে কাছে থাকার ইচ্ছে
নৈকট্য বাড়ায় দূরত্ব,
পর হোক ততটা আপন
যতটায় না হয় জন্ম নৈরাশ্যের,
নিজেকে ভালবাস,
তাহলেই ভালবাসার মানে বোঝা যাবে।

পরার্থে থাকে প্রত্যাশা,
আশাভঙ্গে হয় চূর্ণবিচূর্ণ মন
শূন্যতার বিলাপে তপ্ত অগ্নি জ্বলে,
দূরত্ব থাকুক অবয়বের,
দূরত্ব থাকুক মনের
এতটা কাছাকাছি নয়
উদ্বায়ী হয়ে যেন অবশেষে
না খুঁজে স্বস্তি মন হলাহলে।

এতটা কাছে হয় না যেতে
দেয়ালে পিঠ ঠেকে যায়
তারপর ফিরে আসা,
একদম উজাড় করে দিতে নেই,
কিছুটা রেখে দিতে হয়
নিজের কাছে, নিজের প্রয়োজনে
সময় শেষে নিজের জন্য
থাকে না যেন কেবলই হতাশার চিহ্ন,
নিজের জন্য শুধুই একফোঁটা জল,
থাকুক সঞ্চয়ে স্বকীয় মান
১৫/৭/২১