না হয়
----
না হয় সকালটাই দিও তুমি আমাকে
এককাপ ধূমায়িত চা সঙ্গী হবে আমাদের,
সাথে লাল নীল ফুল আর হলুদ বরণ সূর্য উঠা
কিছুক্ষণ না হয় হাটতে থাকব
শিউলী শেফালীর ঝোপ পেরিয়ে,দূর্বাদল মাড়িয়ে
আচ্ছা তবে থাক,সকালটা তোমার কাটে
অনেক ব্যাস্ততায়-
তুমি না হয় আমাকে তোমার বিকেলটাই দিও।
দিনশেষে পশ্চিমাকাশে ঢলে পড়া সূর্যটা দেবে অপার মুগ্ধতা।
পাখিদের ডানায় ভর করে নিবিড় সুখ,ঘরে
ফেরার অপূর্ব তাড়না
একটু একটু করে অন্ধকার নামে নির্জন আলো আঁধারিতে মৌন সময়
অনেক কথার ভীড়ে হারিয়ে যায় সময়ের ঘোড়া
না-- না-- কি করে তা হয়,সারাদিনের কর্মব্যস্ত তুমি,
ওরকম সময়ে কি গোধুলীর সাজ দেখতে ভাল লাগবে?
ঠিক আছে তবে,না হয় মানিয়ে নেবো নিজেকে,অনেক কাজের মাঝে হারিয়ে যাবে
আমার সামান্য চাওয়া
আসলেই তো আমার কোন কাজ নেই-
সারাদিন অকাজ নিয়ে কাটে আমার একাকী সময়
ঘরকন্যার কাজ সে তো কোন কাজই নয়
যখন রাত্রি নামে কি যেন এক আলসেমীতে অবশ হয়ে যায় সমস্ত তনুমন।
অসময়ে ঘুমের রাজ্যে তলিয়ে যাই
,সেখানে তোমার অখণ্ড অবসর,আমি পাই
তোমাকে -
আমার রচিত কথামালা পায় সুরের মূর্ছনা।
২৭/১১/২০১৭