মুনিয়া বিল
*
মুনিয়া বিলে পদ্ম ফুটেছে
গাঢ় গোলাপি রঙ,
রাজহংসের পাখায় মেখেছে
অথই জলের ঢঙ।
আলো-আঁধারিতে সূর্যটা
জলে দেখে রূপ,
বিম্বিত কায়া অনন্ত আবেশে
ঢলে অপরূপ।
তারপর সন্ধ্যা নামে বিজনে,
আকাশে তারা জ্বলে,
নিমেষের সুখ পূর্ কূজনে
চঞ্চলা কথা বলে।
তিরতির ধারায় বৌলাই বয়
স্বচ্ছ জলে কায়া
হিজল-করচে মোহিত হয়
ডাগরআঁখির মায়া।
--১৯/১০/২০১৯