মুক্তির জন্য
---
তখন আমার মন খারাপের বেলা,
ওই মেঠোপথ ধরে ওরা চলে গেলে
আশ্বিনের ঝড়ে কিছু ধুলিকণা
না, না, নয় জল নয় জল
কিছু ধুলিকণা বিঁধেছিল চোখে।
পথের দু'ধারের কাঁটাবন সঙ্গী হতে চায়
আবারও পুড়াবে মন, হানবে আঘাত
একা একা তাই ঘরে ফিরে আসা,
দু'চোখে এখন ছায়াচিত্র খেলে
কিছুটা আভাস ফিরে ফিরে আসে।
শব্দের খেলাঘরে বিশাল নৈঃশব্দ্য
আবারও আসে ঝড়, কেঁড়ে নিবে বুঝি সর্বস্ব,
কী করে ভুলিয়ে মন রাখি বেধে
আকাশে ডাকে তোলপাড় দিন
হঠাৎ মেঘের কালে ঘোর লাগে মধ্যাহ্নে,
সারি সারি বক নেমে আসে মাঠের পরে,
গাছের পরে, ধ্যান ভেঙ্গে যেন,
ঘরেতে একাকী মন বিষন্নতায় মুক্তি খুঁজে।
২০/০৯/২১