মুক্তি চাই
------
আমি নারী
আমার মুক্তি চাই!
কত উদ্বেগ, কত দরদ আমার জন্য,
আমার যে মুক্তি চাই।
কিন্তু প্রশ্ন আছে আমার
কোথায় বন্দী আমি!
আমি তো মুক্তই আছি,
ওইযে অসংখ্য আপাত মুক্ত মানুষের মিছিলে!
তবে মাঝেমধ্যে মনে হয়
কোথাও আছে অদৃশ্য শৃঙ্খল।
না,  আমার তো নয়,
আমি দেখি আত্মার বন্দীত্ব,
অসংখ্য পুরুষও আছে সেই দলে।
অসহায় আত্মা, গাঢ় অন্ধকারে
কেবলই মুখ থুবড়ে পড়ে আছে।
কত অন্ধকার!
ক্ষমতা, লোভ, অহংকার এসব জাগতিক অন্ধকারে আচ্ছন্ন মনুষ্য প্রজাতি।
কারও থাকে রূপোর, কারও রূপের, কারও থাকে মগজের অন্ধকার অহংকার,
সমস্ত আলো দূর করে নিমেষেই
নিকষ কালো রাত্রির মত গাঢ় অমানিশা,
মনুষ্য প্রজাতি বন্দী কখনও এখন
মানবতাহীনতার অন্ধ প্রকোষ্ঠে।
কাহার মুক্তি চাই!
আমি তো দ্যুতিময় দ্যুতি ছড়িয়ে দিয়েছি,
প্রেমময় সম্ভাষণে মুখর করেছি জগৎ।
আমি সৃষ্টিকে বয়ে বেড়িয়েছি
স্রষ্টার কৃপায়,
আমি করেছি লালন, করেছি পালন
আপন মাধুরীতে গড়েছি স্বর্গ
ভাঙাচোরা কুটিরে।
নাহ্! আমি মুক্ত আছি বেশ।
কুটিল আত্মা করে বিষাক্ত পৃথিবী
মুক্তি চাই তার,
মুক্তি চাই যাবতীয় অসুরের।
পৃথিবী ভরে যাক আলোয়,
দূর হোক পঙ্কিলতা,
মুক্তি চাই, মুক্তি চাই
বন্দী সকল নারী পুরুষের আত্মার মুক্তি চাই,
অন্ধকার থেকে এবার সত্যি মুক্তি চাই,
পৃথিবী পূর্ণ হোক পবিত্র প্রেমময় বন্ধনে।
৮/৩/২১