মোহ
--
সৎসাহস থাকে সত্যপুরে
সৎসঙ্গ সংস্পর্শে
উদ্ভাসিত স্বর্গলোক।
চিত্ত মগ্ন সুষুপ্তিতে
অপসৃত অমৃত যত,
হলাহল দগ্ধে কণ্ঠ।
কুহকিনী মেলে বিস্তার
প্রান্তরে সমূলে উৎপাটিত
হরিদ্বর্ণ প্রাণ।
মোহের অন্তর্জালে
সত্য নির্বাসনে লজ্জায়,
এ কি!ঘোর অদ্ভূতকাল।
অবনত মস্তকে
সমর্পিত আত্মা আকিঞ্চনে,
প্রলোভিত স্থির পাষাণ প্রাণ।
ঝংকৃত বিড়ম্বিত আশ্বাসে
সত্যপুরে নামে ঝঞ্ঝাট
অতঃপর বন্দী মোহের বলয়ে।
--২৬/১১/২০১৯