মৃত্তিকা জননী
---
সোনালী সম্ভারে পূর্ণ প্রকৃতি,
ঋদ্ধ হৃদয় অজস্র প্রাপ্তির অর্ঘ্যে,
পূর্ণতা সগৌরবে স্বাক্ষরিত, বিমুগ্ধ লিপিতে।
চিত্রপটে খচিত লিপি,রচিত বিমোহিত চয়নে,
স্পষ্ট,স্বচ্ছ আর শুভ্র যেন স্বর্ণাভ দ্যুতি।
ধেয়ে এসেছিলো ঝড়ের তাণ্ডব,
নিমেষে নিকষ আঁধারে লাঞ্চিত, অচলা,
ভূলুণ্ঠিত বৈভব সমস্ত।
তীব্র প্রত্যাঘাতে নিখুঁত পতন
স্বঘোষিত দখলদারীত্বের।
একটি ভূমি জাগ্রত হয়, অজস্র রক্তকণার নিঃসরণ
সমাপ্তিতে ভূমিষ্ট দেবদূত যেমন।
দুরন্ত অস্থিরতা থির, লিপি অবমুক্ত
ইতিহাস উন্মুক্ত,পরিশুদ্ধ চয়নে।
সূর্যোদয় স্বাক্ষী একটি অপূর্ব উন্মেষের লগ্নে,
হরিত অরুণ স্পন্দিত সুষম বাঁধে।
শিল্পীর তুলিতে ঘোর,কবির আবেশে ঘোর
চৈতণ্য উদয় চিত্তমাঝে
সৃষ্টিতে হাসে একটি পতাকা,
একটি মানচিত্র, একটি দেশ।
একটি বাংলাদেশ-
প্রদীপ্ত অহংকারে, গৌরবান্বিত সুরভীতে মুখর
প্রিয় মৃত্তিকা জননী।
-রচনাকালঃসকাল ১০.৫৯মিনিট,তারিখ-০৪/১২/২০১৮