মরিচীকা
--
তুমি লালশাড়ি পরে বসে আছ
সবুজ জমিনে,
তোমার চারদিকে জল
যেন তুমি ঝিলের ঝিলকন্যা।
কী নামে ডাকি তোমায়!
তুমি কি পরী! নাকি শাপভ্রষ্টা
কোনো রাজকন্যা!
জলে বিছিয়ে দিয়েছ
তোমার এলো কালোচুল
ছন্দে দোলে দোলে যায়,
যত আছে মুগ্ধ পথিক
ঝিলের পাশে তারা থেমে যায়,
হাত বাড়িয়ে ছুঁতে চায় মায়াবী পরশ।
বাতাস তখন ফিসফিস করে,
ঝমঝম নুপুর বাজে,
ঝিলের জলে ওই কে নামে!
জলের মুকুরে রূপ তার দেখে,
অপরূপ দ্যুতি, সংশয়ে ভুগে তারা।
ঝিলের জলে দুটি চাঁদ
একসাথে কলকল করে,
তারা হেসে ওঠে,
তখনি স্বর্গ টুপ করে নামে,
ঝিলের জলে সুখের তুফান
সুখ পেতে সবাই অঞ্চল পাতে।
টুকরো টুকরো সুখ হাতে ধরে না,
ডুব দেয় ঝিলে,
সব সুখ গায়ে মেখে নেয়।
ঝিল পড়ে থাকে ঠায়,
যারা সুখ নিয়ে চলে যায়
যেতে যেতে দেখে,
সব সুখ হয়েছে ছিনতাই।
দূর থেকে দেখা সুখ,
হাত পেতে নেওয়া সুখ
এমনি হয় ছিনতাই।
ঝিলের জলে মায়াবী কন্যা খেলা করে
লালশাড়ী পরনে ---
সবটাই যেন মরিচীকা।
১/৯/২৪