মন ফড়িং
------
মন্দিরা যে বাজে হৃদয় মন্দিরে
মৃদু পায়ে কে গো ঐ যায় ধীরে?
মিষ্টি সুরের রেশ ভেসে যায়,
মলিন চোখে রোদ খেলে তায়।
মোহন বাঁশি, কৃষ্ণ কদম ডালে
মৌবনে মৌ নাচে নেশার তালে।
মেঘের দেশে চপল পবন যুঝে,
মনের ময়ূর পেখম মেলে খুঁজে।
মাধুরী তার সঙ্গী করে যারে,
মূল্য দিয়ে যায় কি কেনা তারে?
মালঞ্চ আজ ভরে গেছে ফুলে,
মন পবনের সপ্তডিঙ্গা ভিড়েছে কূলে।
মৃদুল ছন্দে কেশের বাহার জলে,
মান করনা চন্দ্রমুখী আজ ছলে।
মৃণ্ময়ী তো নও গো তুমি ভূমে,
মোমের দেশে থাক না তুমি ঘুমে।
মম হৃদয় ভাঙা তরীগো আজ
মর্মে হানে কুসুম, ভুলে লাজ।
মিঠেল বায়ে তরী ভিড়ে বন্দরে,
মৃদঙ্গ তাই বাজে হৃদয় কন্দরে।
২২/৮/১৮