মন
---
কখনও আকাশ পাড়ি দেয়
কখনও সাগর
অরণ্য পাহাড় পেরিয়ে
অসীম অনন্তে হারাতে চায় যে
তোমায় খুঁজে ফেরে মন
অসীম অনন্ত রহস্যময় তুমি।
যাঁরা চোখের আড়াল হয় চিরতরে ,
তাঁরা ফিরে যায়, কখনও একাকী
কখনও সদলে কোথায়
আচ্ছাদিত অন্তর খুঁজে
কিছুতেই পায় না থই
অতল গহ্বরে হৃদয় ভূমি।