মগ্ন চৈতন্যে
-----
সুষুপ্তিতে মগ্ন ছিলাম,
কেমন করে যেন হঠাৎ
কোমল নরম করস্পর্শে কার-
চক্ষু বিকশিত।
হৃদয় হলো অবারিত
যেন দিগন্তে ধায় প্রভা,
অশান্ত ঢেউ স্তুব্ধ হলো
শ্রান্ত কোকিল মন।
স্নিগ্ধ আভা ছড়িয়ে পড়ে
আভাস কাহার কণ্ঠে
দোলায়, গহীন সুমিষ্টতায়
আবীর রাঙা ক্ষণ।
যখন ডাকে হরিৎ শষ্য
উদাস আমি ধাই গো প্রাণপণে,
চৈতন্য যে মগ্ন থাকে
ব্যাকুল কুণ্ঠা ভরে।
পবন যখন থমকে থাকে,
মেঘডমরু গর্জে রুদ্র হয়ে,
পালিয়ে বেড়াই আপনমনে
সংগোপনে ছদ্মবেশে।
আপনামাঝে সুপ্ত হয়ে
গুপ্ত থাকি,লুপ্ত স্বীয় সত্তা-
বিবশ তনু কখন আবার
ঢলে শ্রান্তি কোলে।
ক্ষীণ কায়া চাঁদটা তখন
মলিন হেসে অবাক চেয়ে রয়,
ঝিলের জলে নৃত্য করে
অন্ধকারে তামস তখন
প্রভাত প্রতীক্ষায়।
২৩/০১/১৯