মিথ্যে সান্ত্বনা
---
পায়ে পায়ে চলে এলে কাছে
কী করে ফেরাই বল!
সাধ আছে সাধ্যি তো নেই,
বহুযুগের সঞ্চিত পাপে
এখন তোমার অবাধ উত্তরাধিকার।
নিরিবিলি কাটে দিন,
ঘুম ভেঙে উঁকি দেয়
রূপকথার দৈত্যদানব।
তরলে গরলে মেশামেশি
অমৃত হয়ে যায় বিষ
অন্ধের চোখে দেখি সব।
কোথাও যেন স্বস্তি নেই
ভাঙ্গনের শব্দে
চমকে উঠে অপ্রস্ফুটিত ভ্রণ,
জঠর মানে না দিক বিদিক
একটানা কুঠার নিঃশব্দে হত্যা করে
শতাব্দীর বটবৃক্ষ,
আয় আমরা সবাই অমৃতনগরে যাই,
মিথ্যে সান্ত্বনায় পূর্ণ করি পরস্পরে।
০৫/০৮/২১