মেঘের পরে
---
বৃষ্টি থেমে গেছে,
যত ছিল ধুলো-বালি
সব মিশে গেছে বৃষ্টির জলে
বৃষ্টির সাথে ছিল কিছু কড়া ঝড়ো হাওয়া,
হাওয়ার সাথে ছিল কিছু ভয়,
কিছু আম কুড়ানোর মত সুখ।
সবকিছু শেষে ঝড়ো হাওয়া চলে গেল
অন্য কোন দেশে।
বৃষ্টি শেষে আমরা পড়ে রইলাম
ভেজা ঠান্ডা শান্ত বাতাসে।
বৃষ্টি আর ঝড়ো হাওয়ার তোড়ে
ভেসে গেলো জমে থাকা জঞ্জাল,
আমরা আপাতত জঞ্জালমুক্ত
কিছু পেতে হলে কিছু দিতে হয়,
কে না জানে পানি গড়ায় নীচের দিকেই!
নরম মাটি সহজেই কোপানো যায়,
ঝড়ো হাওয়া বেশ সুবিধাবাদী
দেখ! পলিথিনে ছাওয়া ঘরগুলো কেমন মুখ থুবড়ে পড়ে আছে,
পাশেই অট্টালিকা সগৌরবে মুখ ব্যাদান করে হাসছে।
দণ্ড বুঝি এভাবেই দিতে হয়!
প্রকৃতি! তুমিও এমন!
তুমিও তেলা মাথায় ঢালো তেল,
মরার উপর খাঁড়ার ঘা দিয়ে
নিজেকে কর আত্মপ্রকাশ!
যত যাই হোক, আমরা বেশ আছি,
মেঘের পরে রামধনু আকাশে,
আমরা এখন বিচিত্র রঙের খেলা
আকাশে দেখি,
বিপুল মগ্নতায় আমরা ভুলে থাকি
তুলাদণ্ডের অতি সূক্ষ্ম পার্থক্যগুলো।
৮/০৪/২১