মেঘের পালক
---
মেঘপুষ্প মেঘালোকে যায় ভেসে
অধীর অপেক্ষায় কপোত জলে
আজ মেঘদল যায় যে ভেসে
মেঘকালে, মেঘের দেশে

মেঘে মেঘে বেলা হলে
মেঘের জালের ফাঁদে
মেঘের সখা কাঁদে
মেঘ পড়েছে ঝরে
মেঘডম্বুর অঙ্গে
মেঘের পালক
যায় যে খসে
যায় খসে

অবেলায়
অনেক
পালক
একটি
শুধুই
মেঘ।

১৫/৯/২০