মায়ার আঁচল
------
--"শরৎ শর্বরীতে একটি আকাশ নেমে আসে,
নেমে আসে ধুলোর পৃথিবীতে
শুধুই আমার জন্য।
একটি শিউলী ছড়ানো প্রভাত থাকে
সূর্যের শপথ নিয়ে, আমারই প্রতীক্ষায়।
শুভ্র মেঘে ভেসে যায় আমার হিয়ার পুষ্পদল,
শুভ্র বসনে শুভ্র আমি
চঞ্চলা,উন্মনা- প্রজাপতি হয়ে উড়ে যাই,
শুভ্র কাশবনে হারায় আমার অলকগুচ্ছ।"
-- "কে গো মেয়ে তুমি? উড়ে যাও, ভেসে যাও
বাতাসে উড়িয়ে আঁচল?
কাশের গুচ্ছ লজ্জ্বায় মরে,দেখে অপরূপা তোমায়।
অঞ্চলে বেঁধেছ যাবতীয় মায়া
চোখের তারায় নাচে কোন সায়রের ঢেউ?
চঞ্চল চরণে সোনার নূপুর বাজে ঝম ঝম।"
--- "আমায় শুধিওনা কিছু,
আমি যে কথা কই মৃদু লয়ে কেবলই আমার সাথে।"
---- "একটু থেমে যাও,একটি কথা শুধু শুনে যাও,
যে কথা প্রকাশে আছে সহস্র জনমের আকুল তৃষা।
সে কথা ওই মেঘ জানে,জানে নিথর প্রকৃতি;
তুমি যে ধাও আকাশপানে-
কি আছে ওখানে?
শুভ্র কাশবন কি দেবে তোমায়?"
---- "জানিনা তো কিছু,পথে হারাইনা মিছে,
আমি ছুটে চলি একটি শুভ্র স্বপ্নের অন্বেষণে,আমাকে নিয়ে।"
--- "যেওনা তুমি,আমি আকাশকে বলে দেবো
তোমায় এনে দেবে নীল থেকে অনেক নীলের রাজ্য, যেখানে নীল বেদনারা বাস করে একাকী।"
-- "দূরে যাও তুমি,আমি যাই চলে,বেদনার সাথে নেই আমি।
যদি পারো সাথে চলো,একসাথে হারাবো দিগন্তে।"
---- "কি করে যাবো? আমি যে অচল,স্থির-
শুধু চেয়ে চেয়ে দেখি কত পথিকের আনাগোনা পথে।
কেউ যায়,কেউ আসে- আমি বসে দেখি
ডাক দিয়ে যাই,কেউতো শুনেনা আহবান।"
মায়াবতী থেমে যায় অচলের পাশে।
হঠাৎ একটি শুভ্র মেঘ তার ডানা মেলে ধরে,
একটি কাশবন,একটি রামধনু আর গোধুলীর শেষ আবির
তাদের সঙ্গী হয়।
মায়াবতীর আঁচলে জড়ানো অচল এখন ভেসে চলে
অপূর্ব এক মায়ার রাজ্যে।
হঠাৎ যেন স্বর্গ নেমে আসে তাদের মুঠোয় বন্দী হতে,
অজানা মাধুরীতে ছেয়ে যায় মুগ্ধ আবেশ।
২৫/১০/১৮