মানুষে গণ্য
--
মৃদু মন্দ হাওয়ায়
সুরের ছন্দ খেলে,
পুষ্প করবী ছায়ায়
তার মঞ্জুরী মেলে।

ভোরের গানে ছিল
অপূর্ব মায়াবী বন্ধন
মেঘলা আকাশ তাই
হাসে,ভুলে ক্রন্দন।

জগতে আছে মধু,
আছে মায়াবী ডাক,
হাত বাড়িয়ে দেয়
থাক মায়াটুকু থাক।

স্বল্প দিনের জীবন
অল্প কথার ফুলঝুরি,
থাকে অবশেষ তাই,
আধফোটা থাকে কুঁড়ি।

পূর্ণ  হই অপরূপে
চিত্ত থাকুক প্রসন্ন,
জগতে কর্মে চিন্তায়
থাকি মানুষেই গণ্য।
--০৪/০১/২০২০