মাধবীলতা  
-------
ঠিক যেন একটি মাধবীলতা
আমার জানালা ছুঁয়েছে
সাথে একফালি চাঁদ নোঙ্গর ফেলেছে তার,
আমি অপার বিস্ময়ে চেয়ে দেখি
এখনও জোছনা ভাসে জোয়ারের জলে,
যদিও অনেক বসন্ত হয়েছে পার,
তবু তুমি এলে এলে সাথে নিয়ে একমুঠো পৃথিবী
আর অবিশ্রান্ত ভালবাসা।

ভালবাসা কারে বলে?
মনে মনে জানি মনের সাথে হয়ে যায় পত্রলেখা,
অক্ষরবিহীন নিঁখুত,নির্ভুল আমর্শ
কনীনিকার অতলে ভাসে অসংখ্য নিশ্চুপ কথা,
অন্তরতম প্রদেশে হয় নিবিড় অন্তমিলন
সব কথা কথা নয়,চুপকথা নয় নিশ্চুপ সতত
না বলা অনেক কথা হয়ে যায় কখন একটি মহাকাব্য
কখনও সজোরে কখনও গোপনে আসে একটি আহবান
আমার মাধবীলতা পূর্ণ হয় ফুলেল অহংকারে,
কাছে কিংবা দূরে থাকা তোমারই সংযোগে।

হৃদয় কারও নয়তো পাষাণ পুরী
ওখানেও বাস করে অসংখ্য মালী
নীরবে অপেক্ষায় থাকে - কখন ফুল ফুটবে
কখন একটি শালিক এসে নির্ভয়ে নেবে আশ্রয়,
একটি পাতাবাহারের ডালে
আজ তাই আমি বিনীত অহংকারে পূর্ণ হয়েছি,
যখন তুমি এসে দাড়িয়েছ হাতে নিয়ে
কেবলই আমার জন্য একটি অমৃতের পেয়ালা।
১৪/৭/২০১৮