মা,মাগো
---
মেঘের পরে চাঁদ হাসে মা
জোছনা খেলা করে,
তোমায় মনে পড়ে গো মা
তোমায় মনে পড়ে।
জন্ম দিয়ে আমায় তুমি
পাওনি কোন সুখ,
জনম ভরাই আমার তরে
পেয়ে গেলে দুখ।
হাসি মুখে তবুও তুমি
আমার লালন করে,
বুকে চেপে দীর্ঘশ্বাস
পাঠালে পরের ঘরে।
মা জননী চোখের জল
লুকিয়ে রেখে সব,
আঁচল দিয়ে মুছিয়ে দিলে
সব দুঃখ অনুভব।
হেসে খেলে কাটিয়ে বেলা
মনে শান্তি এনে,
নির্ভাবনায় বড় হলাম
তোমার মন না জেনে।
কত দুঃখ সইলে তুমি
ছিল নাগো জানা,
মায়ের খবর রাখতে আমায়
কে করেছিল মানা?
এখন যখন মা হলাম
বুঝে নিলাম মেনে
মা যে আমার কি ধন ছিল
ভুল ছিল না জেনে।
গেরস্থালী ঠেলে তুমি
কাটাতে দিনমান,
মা গো তুমি ছিলে আপন
আমার দুনিয়া সমান।
আজ যখন খুঁজি তোমায়
চোখের জলে ভেসে,
তোমার গায়ের গন্ধ বুঝি
যায় বয়ে বাতাসে।
আমার আমি খুঁজি মাকে
মেয়ের অবয়বে,
মা জননী হাসে আমার
মেয়ের কলরবে।
মায়ের মুখটি ভাসে চোখে
প্রতি ক্ষণে ক্ষণে,
মায়ের ব্যথা বুঝি এখন,
ভাবি আনমনে।
তোমার তরে কিছুই যে মা
হয়নি আমার করা,
কেমন করে শুধব সে ঋণ
বাঁধা জনম ভরা।
ক্ষমা তুমি করবে মাগো
এটকু তো জানি,
তুমি আমার সকল সুখ
এই কথাটা মানি।
সকল কাজে এখন আমার
তোমায় মনে পড়ে,
তোমার দোয়ার কাঙাল
আমি সারাজীবন ধরে।
ক্ষমা কর মাগো তুমি
তোমার মেয়েটিকে,
তোমার ক্ষমা পেলেই সুখ
নইলে জীবন ফিকে।
---৯/৫/২০১৮