মা
-
হঠাৎ আমার মন কেমন কেমন করে
মাকেই মনে পড়ে তখন আমার
মাকেই মনে পড়ে,
কোমল চোখের চাহনিতে বিশ্ব-ভুবন দোলে।
আঁচলে তার কেবল মায়া, ছোট্ট বেলার
শীতের বসন যেন,শীতল পরশ
তীব্র দাবদাহে তাহার,
এখনও ওই চোখেই মায়া,শান্তি ওই কোলে।
মা যে আমায় ভালবাসে পরম মমতায়
কোথাও নেই এমন স্নেহের ধারা
তৃপ্ত কথার মধুরতায়,
মায়ের মুখের মধুর হাস্যে তাইতো ভুবন ভুলে।
--১৮/০১/২০২০