লুকানো স্মৃতি
---
তোমার বর্ণিল ছটা
বিবশ করে মূহুর্ত,
আনন্দ গানে মুখর মন
হঠাৎ বিষাদে ছেয়ে যায়।
উঁকি দেয় কোথাও
তালপাতার পাখায়
যেখানে মুঠো মুঠো স্নেহস্পর্শ
ঝরে ঝরে পড়ে।
ব্যাকুল মন কাতরায়
ফিরে ফিরে যায়
যে বাঁশি বেজেছিল কবে
সেই বকুলতলায়।
শীতল পাটির নিপাট বুননে
লুকিয়ে আছে সব যেন,
লুকিয়ে আছে সেই সাজানো বাগান
সুরমার অতল গহীনে।
২৮/০৪/২২