লক্ষ্য
---
সন্ধিকালে মন-দি যখন
ভাবো তুমি ফন্দি,
অভিসন্ধি তো জব্দ হবে
হবে কাবু, বন্দি!
ভাবুক যারা অতল জলে
তারাই দেয় ডুব,
চাবুক মেরে কতল হলে
হারাই  মান খুব।
তুমি থাকো তোমার মত
দ্বিমতে নই আমি,
পথটা যদি ভিন্ন সবার
একই লক্ষ্যে গামী।
১৭/০৪/২১