কোথাও উত্তর নেই
--
নির্ধারিত সময়ের অনেকটাই চলে গেছে,
এখন সুর হারিয়ে তানপুরা একপাশে
এবং অপেক্ষার পালা শেষ।
পুরনো আসবাবপত্র ছড়ায় পুরনো গন্ধ,
ওখানে আছে মিশে আছে বহু যুগের
সঞ্চিত কথারা,ডালা বদ্ধ অনেক স্মৃতি।
পুরনো পথের রেখায় মিলে যায়
নতুন পথের রেখা যদিও বহুদিকে তার চলা,
আলোর বিন্দুতে বিলীন হতে চায় আঁধারের রেখা।
মুক্তি খুঁজে সহস্র বছরের জমাট অজস্র বন্দী
সহসা মিলে না মুক্তি,শুধু নিরন্তর খু্ঁজে চলা,
অজস্র প্রশ্ন জমাট রয়েছে কেবল,কোথাও উত্তর নেই।
--০২/০১/২০২০