কোথাও সুখ আছে
---
কোথাও সুখ আছে
বঞ্চিত জনের হাসিতে,
শত গঞ্জনার মাঝে
শত লাঞ্ছনার ফাঁকে,
কোথাও সুখ থাকে
এক চিলতে রোদে।
সুখ থাকে কখনও আশ্বাসে
সুখ থাকে ঝরা পাতার ইন্ধনে
মাঠের সবুজ দিগন্তে
চোখের মায়া কাজলে,
অটুট মমতার বিশ্বাসেও
অনেক সুখের বসবাস।
কোথাও নিত্য সুখ থাকে
অল্প কিছু পাওয়ায়,
সুখ থাকে শীর্ণ কিছু মুখে
ঈপ্সিত সুখের প্রতীক্ষায়।
০৬/০১/২২