কোথাও নেই আলো
--
কোথাও নেই কোন আলো
অথচ সূর্যটা প্রতিদিন দিব্যি
আলো ছড়িয়ে যাচ্ছে।
এত আলো তবু কেন এত অন্ধকার!
ঝাপসা, রহস্যঘেরা কিছু চেনা মুখ
প্রতিটি রেখার ভাজে থাকে বক্রিম ভঙ্গী,
কথায় থাকে সূঁচালো আঘাত,
কখনও বিদীর্ণ অন্তর,
কখনও ক্ষতবিক্ষত দেহ
তুচ্ছ সব মামুলি কারণে।
স্বার্থের টানাপোড়েনে ধ্বংস হয় সংসার,
ধ্বংস হয় মানবিকতা,
সত্য আজ কাঁদে অসহায়,
কাতরায় মৃত্যুশয্যায়,
সূর্য লুকোয় মুখ মেঘের আড়ালে,
কী হবে এত তেজ দিয়ে
যদি না তা জ্বালে আলো!
কী হবে এত তেজ দিয়ে!
যদি না তা না জ্বালে আলো!
০৩/৯/২০