কোথায় আমি
--
নিজেকে কোথাও খুঁজে পাই না
কত তুচ্ছ নগণ্য এই আমি,
মুগ্ধ দৃষ্টিতে হারাই পূর্ণিমার চাঁদে
বিশাল জলধির তুচ্ছ বালুকণা সম
ক্ষুদ্রাতিক্ষুদ্র এই আমি
হাত পাতি অজস্র গোলাপ সম্ভারে
কখনও গৌরবে লীন হই অপাত্রে
কখনও অপাংক্তেয় আমি
ভাসি অধরা সৌরভে।
সবকিছুর শেষে বিস্মিত আমি
তোমার মুকুলে প্রাণের চিহ্ন ---
উদ্ভাসিত আনন্দের খেয়ায়
আমিও পা বাড়াই আনমনে,
হঠাৎ সম্বিৎ ফিরলে দেখি
ডুবে আছি ডুবজলে
কোথাও নেই তটের রেখা
এমনি আপনি হাবুডুবু খাওয়া
না যায় ভাসা, না যায় ডোবা।
আধপোড়া মাটির মত
কোনমতে অস্তিত্ব টিকিয়ে রেখে
দেখি দূর ছায়াপথে নক্ষত্রের মিছিল
প্রশ্ন নিজেকেই নিজের
'কোথায় আমি!'
কোথাও সদুত্তর নেই।
১৯/০৪/২২