কোরবানি
--
মনে আছে বনে আছে
পশু বলি তার নাম
ত্যাগে আছে ভোগে আছে
নিয়তে পাবে তার দাম।
কেউ দেয় কোরবানী
পশুকে ধরে,
মনের ভেতর থাকেতো
পশুত্ব ভরে।
যদি পারো লোভ ছাড়ো
ত্যাগ কর পশুত্ব মনের,
মনে রেখে পশুত্ব, ভুয়া
কোরবানি পশু বনের।
২৬/০৭/২০