কুঞ্জর
---
যে যায় স্বরূপ ত্যাগী,
সে নবরূপে সাজে,
রহস্যময় গমন যখন
সে যায় কুঞ্জবনে,
কুঞ্জর ছদ্মবেশে, অনুরাগে।
কুঞ্জর গুঞ্জে কুঞ্জবনে
কুঞ্জলতায় গুঞ্জনে ব্যকুল অলি,
পুষ্পসনে গুঞ্জন তার সৃষ্টিকাতর;
কুঞ্জে কু্ঞ্জে গুঁজে দেয় কুঞ্জর
সুন্দর যত সুন্দর।
কুঞ্জ বাসর হয় রহস্যময় জননে,
গোপন সৃষ্টি যত কুঞ্জকাননে
গুঞ্জন হয় প্রকাশ্য জনপদে,
খুব গোপনে থাকে সৃষ্টির অন্বেষণ,
গুজগুজ থাকে গুজবে।
আড়ালে কুঞ্জর করে রহস্যময় যাত্রা,
কুঞ্জে কুঞ্জে করে ফিসফিস,
জনিত হয় নতুন প্রাণ,
কুঞ্জবিহারী মধুসন্ধানে বিহারে কুঞ্জবন।
১৩/১০/২০