কুহক
-
ছন্দ ঢেউ তোলে স্মৃতিতে,
ছন্দে প্রকাশিত লঘু কিংবা গুরুভার,
ছন্দ তুমি ছলনা-
যখন বয়ে যাও কবিতার খাতায়,
তুমি চির রহস্যময়ী,
ব্যাক্ত বাসনা তোমাতে উহ্য।
আচ্ছাদিত তোমাতে,  বাক্যবিন্যাস
তাই গোপন করে রাখ
যা কিছু প্রকৃত,
সুশোভন পরিবেশন, কেবলই মুগ্ধতা,
আর তারা মনে রাখে ছন্দ,
ছন্দে মিলায় ক্ষুদ্র অঙ্কের হিসেব,
ছন্দে ধরে রাখে মানুষের ইতিহাস।
ছদ্মবেশী পোড়ায় মন,
নিজেকে লুকোয় সযত্নে;
ধরাছোঁয়া দুরূহ, তবু অবাধ বিচরণ
ঘরে কিংবা বাইরে,
মতিতে বিভ্রম,
মতিভ্রম তাই ভোগে মরে।
ছন্দে ছন্দে দাগ কেটে
ছদ্মবেশী ভাবলেশহীন কাটে সাঁতার
মনের গহীনে,
ছন্দ হারায় যখন সম্বিত ফিরে,
এ যে ঘোর অনাচার!
কী করে কাটায় দিন ছন্নছাড়া, ছন্দ বিনে!
অদ্ভূত ছন্দে চক্রাকারে ঘোরে
ছদ্মবেশে ঘোরে, প্রহেলিকার কুহক
কিংবা জগতের সুর।
১০/০৭/২০