কৃষ্ণের বাঁশি
----
কৃষ্ণ বুঝি কালো ছিলো!
কালো তার বাঁশি!
কোন কালোতে হৃদয় আলো
পাগলপারা হাসি?

আড়বাঁশিতে ডেকেছিলো
ভুবনডাঙার মাঠে,
কদমশাখে একটি কদম
মনযমুনার হাটে।

বাঁশির সুরে উতল মন,
হাত লাগে না কাজে
অকারণে মন উচাটন
সকল বেলার সাজে।

উড়িয়ে আঁচল কার বধুয়া
যায় ছুটে যায় ঘাটে?
শূন্য ঘড়া, অলস দুপুর
সূর্য যে যায় পাটে।

তবুও তারা রয় বসে রয়
কিবা আশার মায়ায়,
গোধূলীতে রঙ খেলেগো
মেঘের কালো ছায়ায়।

কৃষ্ণ কালো, মেঘ কালো
কালো কেশের গুচ্ছ,
সব কালোতে স্নানটি সারে,
সব কি তবে তুচ্ছ?

অবশেষে বাঁশি থামে
থামে না যে ঘোর,
মায়ার ছল করে খেলা
মিছে যে ফুলডোর।
১৬/১১/১৮