ক্রীড়নক
--
শেষ পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি
তা অজানা এবং অনিশ্চিত
যাত্রাপথে যে যার মত কুড়িয়ে নিচ্ছি
সঞ্চয়, কেউ বেশি, কেউ কম
সজীব উদ্দীপ্ত তারুণ্য একরোখা চলে,
সামাল দেয় ঝড়-বৃষ্টি-রোদ,
একটা সময় পর দেখা যায়,
পাতা ঝরার সময় চলে এসেছে।

বজ্রমুষ্ঠি শিথিল হয়ে আসে,
প্রাণপণে ধরে রাখতে চাইলেও
আয়ত্তের বাইরে, বলগাহীন
রঙীন দেহঘুড়ি রঙ হারিয়ে
মুখ থুবড়ে পড়ে শেষে।
আমরা তার কিছুই জানি না,
না জানা অনেক কিছুই
আমরা করি বিবাদের কেন্দ্রবিন্দু।

অতঃপর কার নিশ্চিত সংকেতে
সুর সুর করে প্রস্থানোদ্যত
তেজোদ্দীপ্ত অথবা মিনমিনে কণ্ঠ
অদৃশ্য থেকে কেউ মৃদু হাসে,
জীবনের নাটাই নেই কারও হাতে,
ক্রীড়নক মাত্র সবাই, তাই ভুলে থাকি
বেঘোরে কাটাই জীবনের আপাদমস্তক।
---১৭/০৪/২১