কষ্ট
----
দিন দুপুরে বৃষ্টি ঝরে
রোদের দেখা নাই,
উঠোন ভরা সোনার ধান
কেমনে যে শুকাই।
কত আশা করে আমি
বুনেছিলাম ধান,
ভরা ক্ষেতে সোনালী রূপ
জুড়িয়েছিল প্রাণ।
ধানের গন্ধে মন আনন্দে
বাজিয়েছিল সুর,
একটানা এই বৃষ্টি বুঝি
ছিনিয়ে নিল স্বপ্ন বহদূর।
ঘন ঘন বজ্রপাতে
প্রাণটি বুঝি যায়,
এ কেমন ধারা তোমার
বিধি,বোঝা ভীষম দায়।
মাছে ভাতে বাঙালী আজ
উপায় খুঁজে না পায়,
একটানা ফি বছর বছর
ফসল  যে যায় হায়।
কাহার দোষে ভুগে আজ
সোনার দেশের মানুষ,
এত কষ্ট যায় যে বিফল
শুধু কি-তা ভাগ্যেরই দোষ?
রোজ সকালে উঠে ভাবি
রোদের দেখা পাব,
আকাশ কালো বৃষ্টি রোজ
কোথায় যে আজ যাব।
না কাটি ধান ক্ষেতেই পচে
কাটানো ধান ঘরে,
কী আছে যে ভাগ্যে সবার
চোখে অশ্রু ঝরে।
--৪/৫/১৮