করুণ আবহ
-
তার দু'চোখে ছিল কাছে যাবার আকুলতা,
ইচ্ছে ছিল ছুঁয়ে যেতে শেষবারের মত
অবদমিত কান্নায় ভেতরটা ভেঙেচুরে একাকার হয়,
অসহায় ভালবাসা বন্দী থাকে দূরত্বের আড়ালে।
বায়না মেটানোর সকলবেলা - সকাল অথবা দুপুর
কিংবা কখনও সন্ধ্যাবেলায় মুখর ছিল প্রিয় মুহূর্তগুলো
কৌতুহলী বিস্ময়ের উত্তর দিতে গলদঘর্ম রাত্রির প্রথম প্রহর,
ঘুমন্ত মুখে মায়াময় স্পর্শ পরম নিশ্চিন্তে দিত শ্রেষ্ঠ আশ্রয়।
ছোট্র হাত দুটো আঁকড়ে ধরতো পরম নির্ভরতার অবলম্বন,
কী করে বদলে গেল! তুমি রইলে দূরে দাড়িয়ে নিশ্চুপ
হয় নি শেষকথা,হয় নি শেষ পরশের আশির্বাদ-
যদি থাকতো সাধ্য, নিজের সাথে বয়ে চলা বিষে
একত্রিত করে মিশিয়ে নিতাম পৃথিবীর সমস্ত বিষ।
মুক্তি দিয়ে আমি নিতাম শেষ বিদায়,
কিছুই হয় না তার,দু'চোখে থাকে অবরুদ্ধ কান্না,
মমতার ফুল ঝরে ঝরে যায় পৃথিবীর পুষ্পবাগে
অবুঝ দু'চোখ দেখে প্রিয়জনের নিষ্ঠুর অন্তর্ধান,
আকাশ তখন সাজে গভীর শোকে,সান্ত্বনা নিরুত্তর।
৩০/০৩/২০২০
-