কন্টক  
**
ধীরে ধীরে গাঁথি আবার টুকরো মালা,
একটি বিনিসূতোর মালা
অজস্র ফুল ছড়ানো চারপাশে,
তবুও কাঁটায় বাড়াই হাত অজান্তে আমার
বলেছিলে যদি চাও চাঁদ
অনায়াসে এনে দেব হাতের মুঠোয়,
আমি তো চাইনি চাঁদ সুদূর গগনের।
আমি চেয়েছি তোমার কাছে একটি প্রেরণা।

একটি পথ, সুমসৃণ হেঁটে যাবার নিশ্চয়তা,
একটি পরম নির্ভরতা,আর স্বপ্ন রঙ্গীন
অবশেষে ক্লান্ত তুমি
অবশেষে একাকী আবার আমি
মালার প্রতিটা ফুল ছড়িয়ে ছিটিয়ে একাকার
তারপর?
অবাক বিস্ময়ে দেখি আমার শূন্য আঁচল
আর?
আমার পৃথিবী অজস্র কাঁটায় পরিপূর্ণ।

আমার হৃদয়ে শূন্যতা,আমার বাহিরে শূন্যতা
শূন্য হৃদয়ে দাড়িয়ে আমি ভগ্ন প্রাসাদের সিংহদ্বারে
দ্বাররক্ষী রুদ্ধ করেছে আমার অগ্রযাত্রা
আমি আবার এবং বার বার ফিরে আসি,
ফিরে আসি নিজেরই কাছে
যেখানে নেই কোন প্রতারণা
নিজেতে নিজেই মগ্ন,
স্বার্থপর পাথর সময় একান্ত সঙ্গী আমার।
১৪/৭/২০১৮