কমজাতের পাপ
---
বেমানান বড্ড বেমানান আমি,
অপাংক্তেয় মানুষের জন্য
বৃক্ষতলই মানায়
বড় বেমানান জাত মানুষের ভীড়ে।
মানুষেরা বিভিন্ন জাতপাতে বিভক্ত
অনাদিকাল থেকেই
জাতের স্বাতন্ত্র্য বজায় রাখতে সকলেই
প্রাণপন সচেষ্ট,
ছুঁয়ে দিলে জাত যায় মানুষের;
ঠুনকো অথচ কৌলিন্যে ঠাসা।
এরচেয়ে ভাল বাতাস কিংবা জল
কিংবা মেঘেদের বসতি
ওখানে জাতভেদ নেই।
যারা ছিনিয়ে নিতে জানে কেবল,
যারা রাজত্ব দখলে তৎপর
যারা অধিকার প্রতিষ্ঠা করে
দুর্বলকে পিষ্ট করে
সেইসব প্রাণীদের জাতের গরিমা প্রবল,
অথচ প্রকৃতির জাতভেদ নেই।
প্রকৃতি হয়ে যাই, চল
কারণ আমরা ক'জন অভিজাত নই,
মানুষ হয়েছি, হয়েছি কমজাত
এক অসহনীয় দহনে নিত্য জ্বলা
জন্মই হয়েছে তাই আজন্ম পাপ,
আনত বদনে গুনি নিজের
অগণিত বৃহৎ পাপ, অভিজাতদের
আমাতে চাপানো পাপ।
১২/০৮/২১