কল্প
----
কল্প কল্প কল্পনা
কল্প কিন্তু অল্পনা,
আছে যত জল্পনা
মোটেও তা স্বল্প না।

  মাঠে পারে ঘোড়ায় ডিম
   বাতি জ্বলে টিম টিম,
   শীতের দিনে নাই হিম,
   হাতে পায়ে ঝিম ঝিম।

ঝিলে ফোটে শাপলা,
কোথাও নাই ঘাপলা,
তবুও তুমি মাপ লা?
মিছে আমায় শাপ লা!

   আছি বেঁচে কোনো মতে,
   শূন্য মিলে প্রতি শ'তে,
   পথ হারিয়ে যাই বিপথে
   মন চলে না ভাঙা রথে।

এখন আপন মনে
খুঁজি আপন জনে,
হারাই ক্ষণে ক্ষণে
ভঙ্গ দেই রণে।

     অনেকটা দূর গিয়ে শেষে,
     দেখি সময় গড়িয়ে হেসে
     বিদায় জানায় কাছে এসে
     চলেই যায় দূরের দেশে।

সময় থাকে অল্প,
হয় না শেষ গল্প,
বিদায় নেয় কল্প
জোটে মোটে স্বল্প।
১৫/০১/১৯