কচ্ছপী বীণা
--
দুয়ারে দিয়ে খিল
কেন কর ছল!
ছলাকলায় সিদ্ধ অতি,
ছল করে কর খল,
খোলস পাল্টে দিয়ে
আবার কচ্ছপী বীণায়
সুর তোল অবিরাম।

নিখিল জগতে
পুনরাবৃত্তি অনিবার্য,
প্রতিক্রিয়ায় খেলে বিদ্যাধর,
অসীমে ছেয়ে যায়
স্খলিত বাসনা, বসনসম।

খোলা আকাশের নীচে
এবার মন খুলে গাও,
অসীম বন্ধন গীত,
কচ্ছপী বীণা সুরের মুর্চ্ছনা-
আনে বিভ্রান্তি,
আয়াস সাধ্য খিলের জঞ্জাল
করতে লোপাট, খুলে দাও খিল।

ঊষর ভূমি সরস হবে,
খিল যত হোক না অখিল এবার,
কচ্ছপী বীণা এবার থামুক,
খোলা আকাশে বাজুক
হাত বাড়ানোর তান,
খোলস পাল্টে দাও,
খিলখিল হাসি ছড়াক দ্যূতি,
পৃথিবী এখনও নায়কের অপেক্ষায়
মঞ্চায়ন হবে খোলাখুলি
মানুষের পালা।
০১/০৭/২০