কবিতার ডানায়
---
অনন্যা!তুমি সাজো পুষ্পবিলাসে
আর কবিতার আড়ালে লুকোও
যাবতীয় দীর্ঘশ্বাস।
পুষ্পশরে বিদ্ধ অজান্তে তোমার
যাবতীয় মৌমাছি,
মিছেই খুঁজে ফিরে আভাস কার।
একটি কবিতার আড়ালে লুকোনো
একটি প্রিয় মুখ,
একটি কবিতার আড়ালে লুকোনো
অসংখ্য প্রতিবিম্ব
যেমন জলে বিম্বিত কায়া।
থাকে সুখ বিহ্বল শিহরিত মুহূর্তেরা,
থাকে দুঃখবিলাসী গান,
থাকে স্বপ্নভঙ্গের গূঢ় মর্মযাতনা।
কবিতা ধারণ করে নেয় সব,
অনন্যা বাস করে কবিতায়,
কল্পতরু বিলায় কল্পিত প্রাপ্তির সুখ।
বাস্তবে ঘোর বিবাদে বিষাদিত প্রহর,
অভিযুক্ত দুইটি বিবদমান পক্ষ কালিমায় যুক্ত,
পরস্পর উদগীরণে ব্যস্ত উত্তপ্ত বিনিময়ে।
কবিতা পালায় একাকী,
পাখির ডানায় নিঃশঙ্ক চিত্তে উড়ে কবিতা,
কবিতার ডানায় অনন্যা,
দীর্ঘশ্বাস লুকিয়ে পালায় ছায়াপথে।
অনন্যা থাকেনা কলুষিত কোলাহলে,
যতদূরে যাও,যতপিছু ধাও
মায়ামৃগ পালায় জনারণ্য ছেড়ে,
মিশে থাকে নীলিমার নীলে
অনন্য কবিতা হয়ে।
১৪/৮/১৯