ক্লান্ত, ক্লান্তি
----
ক্লান্ত সময়, ক্লান্ত প্রহর
ক্লান্ত বড্ড মন,
ক্লান্তিভারে নুয়ে পড়ে
বৃষ্টিস্নাত বন।
দীর্ঘ পথের যাত্রা শেষে
ক্লান্ত যে পথিক,
ক্লান্ত বুঝি রাতের চাঁদ
রাত্রি শেষে ঠিক।
ক্লান্ত হলো জোয়ারভাটা
চাঁদের গ্রহণ শেষে,
ক্লান্ত হলো দূর প্রবাসী
মন পড়ে রয় দেশে।
ক্লান্ত বাঁশি বেলাশেষে
ঘরে ফেরার পালায়,
ক্লান্ত চোখে তন্দ্রা নামে
বিষের মরণ জ্বালায়।
একটি পাখি খুব একাকাী
ক্লান্তি বিহীন ডাকে,
মধুপ যখন যায় উড়ে যায়
মাধবী কি চুপ থাকে?
কাঁদে তরু, কাঁদে মরু
কাঁদে গোধূল সন্ধ্যা,
শিরশিরিয়ে ক্লান্ত বাতাস
বইছে তখন মন্দা।
আদুল গায়ে একটি শিশু
ক্লান্তিবিহীন কাঁদে,
মনের মত যায় না খেলা
হরেক রকম ফাঁদে।
ক্লান্তি তারে যায় না ছুঁয়ে?
যখন বারি ঝরে,
ঘোর ফাগুনে হঠাৎ করে
নামে আধার ঘরে?
কখনও কি কেউ ভেবেছে
ক্লান্তি কারে কয়?
অবশেষে বেলা শেষে
ক্লান্ত কে না হয়?
ক্লান্ত এখন, ক্লান্তি নামে
সারা কান্তি জুড়ে,
বিবশ তনু চলে না আর
ক্লান্তি অন্তপুরে।
---২১/১২/২০১৮