কিছু কিছু
---
কিছু কিছু স্যাঁতসেঁতে লোনা ধরা দেওয়ালে
জমা থাকে নীরলে অগণিত লোকের ইতিহাস
কখনও সে ঘুমায় নীরবে
কখনও মুখর হয় কলকল তানে
কখনও বিম্বিত হয় শোকগাথা
নয়ত দ্যোতিত হয় আনন্দ শোভাযাত্রা।

চুপচাপ শুয়ে থাকে ইতিহাস
শুধু কিছু কিছু সময়ে জেগে ওঠে,
কিছু মানুষকে সংযুক্ত করে দেয়
ফেলে আসা দিনের সোনালী সংকেতে
পৃথিবী হাঁটি হাঁটি পা পা এগিয়ে যায়,
বন্দী থাকে না আপন বৃত্তে,
মুখ থুবড়ে পড়ে না ক্লান্তিতে,
পদভারে হয় না নত
ক্ষমতার আস্ফালনে বৃথাই ছাড়ে না হুঙ্কার।

পৃথিবী কেবলই এগিয়ে যায়,
এগিয়ে যায় আপন মনে নিজস্ব গতিতে।
২৮/১/২৩