কিবা এমন ক্ষতি হতো
----
কিবা এমন হতো ক্ষতি যদি আমি হতাম নদী!
একলা ধারায় বয়ে যেতাম,
নিজের মত চুপটি করে;
একলা সুরে মত্ত হতাম
কিবা এমন হতো ক্ষতি এমন ধারা হতো যদি!
আমি যদি ফুল হতাম ভুলগুলো কি ছড়িয়ে দিতাম!
আপন মনে ফুটিয়ে কলি,
মোহন মধুর গন্ধ মাখি
কত কথা যেতাম বলি;
বাতাসে কথা ছড়িয়ে দিতাম,যদি আমি ফুলটি হতাম
হলাম আমি কেবল নারী,মনের কথা বলতে নারি
পদে পদে দোষ আমার
সবকিছু তো নেই মেনে
তবু দোষ নেই থামার,
সকল দখল নিতে পারি তবু মানুষ যে নই, কেবলই নারী।
কবে আমায় মানুষ ভেবে তোমার কাছে ডেকে নেবে?
বুঝিয়ে আমার যত পাওয়া
সাথে করে নিয়ে যাবে
পথের সাথী আমার চাওয়া
খুব কি বেশি দেয়া হবে! নাকি চাওয়া বেশি বেশি হবে!
৩/৪/১৯