কী তুমি!
--
পাথরও তো ক্ষয় হয়,
স্বর্ণও ক্ষয়ে যায়,
ক্ষয় হয় যাবতীয় সব
কেবল তোমার স্বভাবের নেই ক্ষয়।
সেই আগের মত উড়নচণ্ডী,
আগের মত বক্র বাক্যবাণ,
বাঁকা হাসিতে খেলে অনিবার্য সংশয়
জল হয় তিন,রূপান্তর সুবিধা মত,
কখনও বরফ হয়ে জমাট বাঁধে,
কখনও তরল হয়ে বয়ে যায়
আবার সুযোগমত উধাও হয়
আকাশের রাজ্যে।
তুমি জলের মত,
পাই না আমি থৈ,
জলের পায়ে নুপুর বাজে
আমি কেবলই শব্দটুকু শুনতে পাই
বিস্ময়ে বোবা হই
তোমার উন্মাতাল ছন্দে
হয় না ছন্দপতন,
কুঞ্চিত হোক যতই পরিপার্শ্ব।
জলের আঘাতে পাথর ক্ষয়ে যায়,
ক্ষয়ের গদ্যে শঙ্কিত অস্তিত্ব,
যাবতীয় কানামাছি খেলা শেষে
তোমার বিজয়ী হাসি
দহনের তেজে পোড়ায় মর্ত্যলোক।
---২৫/১২/২০১৯