কী করে ভুলি
--
কী করে ভুলি বল!
বুকের ভেতর স্বপ্নময় আনাগোনা,
চোখের ভেতর স্বপ্নময় পৃথিবী
আর হঠাৎ আলোড়ন যেন
উথাল-পাতাল আস্ত জমিন।
পানকৌড়ি কেবলই ডুব দেয়
জলের অতলে নিশানা মেলে না,
অথই জলে হা-হুতাশ করে
অবশেষে দেখে আরাধ্য হারায় দূরে,
বৃথাই সারাবেলা কাটে।
চাতকের মত দৃষ্টি খুঁজে মরে
তোমার পথ চেয়ে অবশেষে
মাধবীলতায় ফুটে না ফুল,
কাচের শব্দের মতন
হৃদয় ভাঙার শব্দ শোনা যায়।
যে তুমি আচম্বিতে এসে নিয়েছিল দখল
সমস্ত অস্তিত্ব হয়েছিল বিলীন তোমাতে,
সারাদিনমান পুতুল খেলা শেষে
যে যার মত বাড়ি ফিরে যায়,
তারপর জ্বলে অহর্নিশ চিতার আগুন বুকে।
কী করে ভুলি বল,
সেই চেনামুখ বদলে গেলে,
সেই চেনাপথ বদলে গেলে
রয়ে যায় অবশিষ্ট,নিঃশব্দে কাঁদে একাকী সময়,
কী করে ভুলি তোমাকে!
--২৫/০১/২০২০