খোলা জানালায়
---
খোলা জানালায় চোখ রেখো তুমি,
হয়ত পাবে বকুলের ঈষৎ ঘ্রাণ,
হয়ত অরুণ আলোয় খুলে যাবে দুয়ার,
অন্তরালে যা ছিল লুকিয়ে তোমার-
যা ছিল রুদ্ধ শতাব্দীরও দীর্ঘদিন।
আবদ্ধ জলাশয়ে জমে যায় পঙ্কিলতা
থাকে না জোয়ার,
প্রকাশটা যদি হয় স্বার্থের সুবিধায়
সে কথা থাকুক না চিরকাল অজানা
আমরা জানালা খুলে আকাশ দেখি
দেখি জানা অজানার গ্রহ নক্ষত্র,
দ্বার খুলে অপেক্ষায় থাকি
বহুদূর থেকে ভেসে আসা কোনো
বিমল বাতাসের, ইঙ্গিত সত্যের।
১৬/১০/২০