খোলা জানালা
---
খোলা জানালা খোলা থাকে না
একসময় কপাট রূদ্ধ হয়,
যদিও বদ্ধ বাতাসে বিষক্রিয়া
তবু এরচেয়ে সহজ সমাধান ছিল কি?
কতকাল দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় খোলা প্রান্তর,
কত কথা থাকে উহ্য, পরতে পরতে প্রলেপ জমে
হৃদয় হয় জমাট বরফ
দেখারও অগোচর অদেখার দেখা
খাদের কিনারে এসে থেমে যায়,
প্রলয় নামে বনে, মনে, চোখে
কুয়াশার মত ধোঁয়াশা ঢেকে দেয় অন্তরীক্ষ।
অতঃপর চক্ষুযুগল আপনি মুদে আসে,
অপেক্ষায় থাকে না কেউ,
জানালার ওপাশে এখন গাঢ় অন্ধকার,
অশরীরী কায়া রূপ ধরে বিভৎস নৃত্যে তার উল্লাস,
হঠাৎ কপাট বদ্ধ যখন, নিজেকে খুঁজে পাওয়া যেন
সহস্র বছর পরে নিজের কাছে আসা,
সমর্পিত যখন নিজেতে
নির্বাসিত যত জঞ্জাল এখন, মগ্নতায় মৌন থাকে
নিবেদনের স্তুতি, নিজস্ব বেষ্টনীতে।
২০/১১/২১