খোকা বাড়ি আসে
--
ভর দুপুরে ডাকছে কোকিল,
একটি শালিক,তিনটি দোয়েল,
কোয়েল পাখি ডাকছে দেখো
পুষ্পডালে,পুষ্পরেণু বলছে কথা,
গুঞ্জরণে মুখর থাকে সব বনতল,
উদাস চোখে স্বপ্ন দোলে
একটি বাড়ি,ডাকছে বাড়ি।।
একটি বাড়ি সবুজ মাঝে
শিমের মাচান,লাউয়ের ডগা,
পুঁইয়ের লতা,হেলেঞ্চাবন
ঘাসের ফুলে ছায়াবৃত,
একটি বাড়ি ডাকছে দেখো
আকুল হয়ে ডাকছে তারে
ফেরার সময় কখন বাড়ি??
একটি হৃদে স্বপ্ন ছিল আকাশছোঁয়া,
ছিল সাহস অমিত তেজে
গুছিয়ে দিতে সকল কালি
পরাধীনের শিকল ভেঙে
জন্ম দিতে একটি দেশের,একটি জাতির
একটি ভাষার নিজস্ব ভূমি,
একই তটে একই রকম থাকবে সবাই
থাকবে না আর অনাহারী।।
আসবে খোকা ভুবনজয়ী,
আঁচল দিয়ে অশ্রু মুছে
মা জননী পথ চেয়ে,
সাজে বাড়ি,সাজে উঠোন
সাজে শহর,সাজে নগর
সাজে একটি দেশ,
সোনার ছেলে আসছে বাড়ি।।
উঠলো হেসে ফুলকলিরা,
আবির মেখে হল রাঙা
একটি সকাল,হাসছে দুঃখী
হাসছে মাটি,আকাশ হাসে
হাসে স্বজনহারা ফিরে পেয়ে
সবচে আপনজন,মনের সুখে হাসে দেশ,
সবার খোকা আসছে যে বাড়ি।।
--০৮/০১/২০২০