ক্ষুধার অন্ন
---
কখনও হয়নি দেখা তোমায়
ধানফুল, সগৌরবে প্রস্ফুটিত
গর্বহীন তুমি
সোনার মুকুটে সেজেছ
ধুলার পৃথিবীতে
কে আছে বহুমূল্য দামী
তোমার চেয়ে?
মাটির গন্ধ মেখে
মাটির স্পর্শ নিয়ে নিয়ে
নানারূপে আসো তুমি
সব মানুষের ঘরে,
পৃথিবীর চরম সত্য
'খেতে দাও খিদে পেটে'
তখনি তোমার জন্য
গোটা পৃথিবীর অপেক্ষা,
শস্যদানা তুমি
তুমি যে ক্ষুধার অন্ন।
৫/১১/২১