খসড়া খাতা
---
আমার গদ্য পদ্য তোমার জন্য নয়,
তুমি তো দিশাগ্রস্ত,
নিশানা তোমার স্থির, অবিচল
আর আমি?
আমি যা কিছু দেখি, যা কিছু শুনি
যা কিছু যেমনভাবে ধরা দেয়
তারি ছবি এঁকে যাই অহর্নিশ।
সেখানে থাকে বাউলা বাতাস,
ছেঁড়া বিবর্ণ পাতার ছবি,
কষ্টকল্পিত সুখের আয়নাগুলো,
কিছু মানুষের মেকি হাসি,
উদাসীন পথিকের দীর্ঘশ্বাস
আরো আরো কত কিছু---
নির্দিষ্ট পদাবলী পরিত্যাজ্য আমাতে।
আমার কবিতার খাতা তোমার জন্য নয়
এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে
জীবনের হিসেব-নিকেশ
কিছু সুখের হালকা ছোঁয়া
রঙতুলিতে আঁকা অস্পষ্ট অস্পৃশ্য
প্রায় অদৃশ্য কিছু
হেরে যাওয়া মানুষের মুখ।
বেষ্টিত গণ্ডীতে তোমার উড়াউড়ি,
আমার জন্য বিস্তীর্ণ নীল সমুদ্র
আর সীমাহীন নীল আকাশ
তুমি সার্থক রচয়িতা
রচো সার্থক মহাকাব্য
আমি যাযাবরসম, আমার জন্য বরাদ্দ
কাটাছেঁড়া বিক্ষিপ্ত চিত্রপট
ধুসর মলাটের বিবর্ণ খসড়ার খাতা।
৩০/০৭/২১