খপ
---

খপ করে তুলে নেয়,
যেন কাটে মাছটা
কিছু কাটে কিছু থাকে,
এই তার ধাঁচটা।

খেপা যদি খেপে যায়
খেপ হবে গড়বড়,
খপ করে নিয়ে যাবে,
হবে না-কো নড়চড়।

খপ করে নিয়ে যায়
খেপ দেয় ঢেলে,
খেপে যেন করে পণ
খেপা যাবে খেলে।

খেপটাকে খাপে পুরে
ছুঁড়ে দেয় খাপলা,
খাপে খাপ মিলে গেলে
হয়না-কো ঘাপলা।

খেপ যদি মাপ মত
খাপে নাহি ধরে,
খাপছাড়া বলে তারে
মিল নাহি পড়ে।

খাপে খাপে মিলে গেলে
খেপ হয় পাকা,
না হলে বেখাপ্পা হয়ে
সব রয় বাঁকা।
১৯/১০/২০